দালাই লামাদের জগৎ
About book : অবলোকিতেশ্বরের উত্তরাধিকার এমন একটি দার্শনিক-মনোবৈজ্ঞানিক উপন্যাস যেটির প্রেক্ষাপট বিরাট। বৌদ্ধ দর্শন ও তন্ত্রশাস্ত্রে তন্ময় হয়ে থাকা এক বাঙালি কবি একটি উপন্যাস লেখার সংকল্প করেন চতুর্দশ দালাই লামার জীবনের উপর ভিত্তি করে। এই উদ্দেশ্যে তিনি চতুর্দশ দালাই লামার বেশ কিছু সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা করেন তবে সেটি স্বপ্নযোগের ভিতর দিয়ে। নিজের স্বপ্নের ভেতর দিয়ে তিনি প্রবেশ করেন চতুর্দশ দালাই লামার স্বপ্নের ভিতরে, আবার একইভাবে চতুর্দশ দালাই লামাও প্রবেশ করেন সেই বাঙালি কবির স্বপ্নের ভিতরে। এইভাবে দুজনের পারস্পরিক মনোবৈজ্ঞানিক প্রতিক্রিয়ার ভিতরে উন্মোচিত হতে থাকে ভগবান গৌতম বুদ্ধ থেকে শুরু করে প্রথম দালাই লামা হয়ে বর্তমান সময়ে চতুর্দশ দালাই লামা পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক দার্শনিক এবং রাজনৈতিক দৃশ্যাবলী। পাঠক মাত্রই চমৎকৃত হবেন এই উপন্যাসের কাব্যিক ভাষাবিন্যাসে এবং সুরিয়াল বৃত্তান্ত সমূহে। তিব্বতের ইতিহাস তথা বৌদ্ধ দর্শনের ক্রমবিকাশ সম্পর্কে যখন যে পাঠকই কৌতুহলী হবেন তাকে অবশ্যই খুঁজে নিতে হবে শ্যামল ভট্টাচার্য রচিত এই অবলোকিতেশ্বরের উত্তরাধিকার উপন্যাসটি।
About author : শ্যামল ভট্টাচার্য (b.1977) একজন অত্যন্ত শক্তিশালী কবি ও কথা সাহিত্যিক। তার প্রসিদ্ধ কাব্যগ্রন্থটির নাম, পঞ্চম আহুতি। ইতিমধ্যেই বাংলাতে তার পাঁচটি উপন্যাস প্রকাশিত যথা প্রজাপতির দুর্গ, অলাতচক্র, ছায়াযুদ্ধ, অন্তর্বর্তী চলাচল এবং জাদুরক্ষক। ইংরেজি ভাষাতেও তার দুটি নোভেল প্রকাশিত যথা Shadows are Assassins and A Poet in the Bardo.