দ্য ওয়ার্ল্ড ইস ফুল অফ ম্যারিড মেন -- জ্যাকি কলিন্স
About book : বিখ্যাত ব্রিটিশ লেখিকা জ্যাকি কলিন্সের প্রথম ফিকশন দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারিড মেন।তাঁর সবচেয়ে জনপ্রিয় বইয়ের এটি একটি। বইটি লিখে, মাত্র সাতাশ বছর বয়সে সারা বিশ্বে হৈচে ফেলে দিয়েছিলেন লেখিকা। প্রকাশের সঙ্গে সঙ্গে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারিড মেন বেস্টসেলারের মর্যাদায় অতিষ্ঠিত হয় ৷ প্রথম বারের জন্য বাংলাতে ঐ নভেলটির আনকাট এবং আনসেন্সার্ড বাংলাতে অনুবাদ করা হল সাধারন বাংগালী পাঠকদের জন্য বইটি প্রাপ্তবয়স্কদের জন্য
About author : পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দাস অপু এর বইগুলো সাধারণত থ্রিলার ও হরর ধাঁচেরই হয়ে থাকে। তবে ক্লাসিক ও সায়েন্স ফিকশনেও অনুবাদেও পিছিয়ে নেই তিনি। অনীশ দাস অপু এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো থিংক অ্যান্ড গ্রো রিচ, আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর (সিডনি শেলডন), দ্য স্কাই ইজ ফলিং (সিডনি শেলডন), সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ (আলফ্রেড হিচকক), শ্যাডো অফ দ্য ওয়্যারউলফ (গাই এন স্মিথ), ইলেভেন মিনিটস (পাওলো কোয়েলহো), প্রেত, শাঁখিনী, কিংবদন্তীর প্রেত, আয়নাপিশাচ, পিশাচবাড়ি ইত্যাদি। এ পর্যন্ত তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় চার শতাধিক।